সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৮

শাল্লায় ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

বকুল আহমেদ তালুকদার, শাল্লা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩  

সুনামগঞ্জের শাল্লায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুসলিমদের ওপর ইসরায়েলিদের বর্বোরচিত হামলার প্রতিবাধে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে তৌহিদী জনতা। 
শুক্রবার (১৩অক্টোবর) বাদ জুমা' শাল্লার সর্ব স্তরের তৌহিদী জনতার ব্যানারে উপজেলা সদরে এক বিক্ষোভ মিছিল বের করেন। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন উপজেলা পরিষদের সামনে মিছিলটি প্রতিবাদ সভায় মিলিত হয়। 
মৌলানা জুনায়েদ আহমেদের সভাপতিত্বে ও মৌলানা মাসুম বিল্লাহ'র পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী এবং দীর্ঘদিনের নিপীড়িত মুসলিমদের ওপর ইসরায়েলিদের বর্বোরচিত হামলা এবং ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর অমানুষিক নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন বক্তারা। 
সভায় হাফেজ মাওলানা আবুল কশেম, মাওলানা ছাদিকুর রহমান, মৌলানা আব্দুল কাদের, ক্বারী আবু মুসা, মাওলানা মোয়াজ্জেম হোসেন, হাফেজ মাওলানা এনামুল হক, মৌলানা মতিউর রহমান প্রমুখ বক্তারা বক্তব্য দেন। 
এসময় হাজারো তৌহিদী জনতা উপস্তিত ছিলেন। 

এই বিভাগের আরো খবর